SSC Scam: আজ কলকাতা ও শহরতলির ৬ টি জায়গায় তল্লাশি


বুধবার,০৩/০৮/২০২২
1360

শিক্ষক নিয়োগ দুর্নীতিকান্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেআইনী সম্পত্তির খোঁজে ইডি আজ কলকাতা ও শহরতলির ৬ টি জায়গায় তল্লাশি চালায়। এর মধ্যে ছিল পাটুলী, লেক ভিউ রোড এবং বরানগরে অর্পিতার নেল আর্ট পার্লার। পাটুলীর পার্লারে ঘন্টা তিনেক তল্লাশি চালিয়ে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক, ডায়েরী এবং প্রচুর নথি পত্র বাজেয়াপ্ত করা হয়। সেটি সিল করে দেওয়া হয়েছে। ঐ পার্লারটি যে বাড়িতে রয়েছে, তার মালিক, ১০০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিত্ দাসকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন। লেক ভিউ রোডের পার্লার থেকেও হার্ডডিস্ক, ল্যাপটপ এবং নথি বাজেয়াপ্ত করা হয়। তিনটি পার্লারেরই তালা ভেঙে ইডি-র গোয়েন্দারা ভিতরে ঢোকেন।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট