দক্ষিন ২৪ পরগণা জেলার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকাধীন ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরে স্বাধীনতার অমৃত মহোতসব উপলক্ষে ৭৫ টি পরিবারকে জাতীয় পতাকা প্রদান, পথ শিশুদের শুকনো খাবার বিতরণ ও ৭৫ জন প্রবীন নাগরিককে ভারতীয় আধ্যাত্মিক চেতনা বৃদ্ধিতে শ্রীমদ্ভাগবত গীতা দেওয়া হল। এর পাশাপাশি ৭৫ জন মায়ের শক্তি বৃদ্ধি ও জাতীয় মর্যাদা বৃদ্ধিতে লালপাড় সাদা শাড়ী বিতরণ করা হয় এবং ৭৫ জন শিক্ষার্থীকে শিক্ষার উপকরণ দেওয়া হয়। এছাড়া মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে সফল ছেলে মেয়েদের সম্বর্ধনা দেওয়া হয় ও ২০০ জন নাগরিককে বর্ষার ছাতা বিলি করা হয়৷
সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানটি পরিচালনা করেন।
Auto Amazon Links: No products found.