জেলা স্তরে প্রশাসনিক বৈঠকের পর এবার রাজ্যস্তরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামীকাল নবান্ন সভা ঘরে এই বৈঠকে সব মন্ত্রীকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব সহ সব দপ্তরের সচিব এবং যুগ্ম সচিব স্তর পর্যন্ত প্রতেকে। ডিজি মনোজ মালাব্য সহ পুলিশ কর্তারাও অংশ নেবেন বৈঠকে। ভার্চুয়ালি থাকবেন জেলা শাসক ও পুলিশ সুপাররা। পঞ্চায়েত ভোটের আগে উন্নয়ন মূলক প্রকল্পগুলি কি অবস্থায় রয়েছে,তা খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। সার্বিকভাবে সব দপ্তরের কাজের মূল্যায়ন করা হবে।
জেলা স্তরে প্রশাসনিক বৈঠকের পর এবার রাজ্য স্তরে প্রশাসনিক বৈঠক
মঙ্গলবার,০৬/০৯/২০২২
320

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: