গাড়িতে চড়লেই এখন থেকে সিটবেল্ট বাঁধতে হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, গাড়ির পেছনে বসা আরোহীদেরও সিট বেল্ট বাঁধা বাধ্যতামূলক। গত রবিবার গাড়ি দুর্ঘটনায় বিশিষ্ট শিল্পপতি সাইরাস মিস্ত্রির মৃত্যুর পর সরকার সিদ্ধান্ত নিয়েছে, গাড়িতে পেছনে বসা যাত্রীদের সুরক্ষিত রাখতে সিটবেল্ট জরুরী। এজন্য পেছনের আসনের সিট বেল্টেও থাকবে ‘বিপ’ শব্দ ব্যবস্থা। তিন দিনের মধ্যে সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হবে। যা অমান্য করলে দিতে হবে জরিমানা।
Auto Amazon Links: No products found.