সর্বভারতীয় NEET পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেই তালিকায় ২২-তম স্থান দখল করার পাশাপাশি রাজ্যে তৃতীয় স্থান দখল করেছে মহিষাদলের দেবাংকিতা বেরা। তার এই ফলাফলে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে পরিবার, আত্মীয়-পরিজন ও বন্ধু-বান্ধবরা। ৭২০ নম্বরের মধ্যে দেবাংকিতার প্রাপ্ত নম্বর ৭০৫। দেবাংকিতা পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মহিষাদল গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করত। ২০২০ সালে মাধ্যমিকে একাদশতম স্থান দখল করে পাশ করে। এরপরে মহিষাদল রাজ হাইস্কুলে পঠনপাঠন শুরু করে।
NEET পরীক্ষার ফল প্রকাশিত – রাজ্যে তৃতীয় স্থান দখল করেছে মহিষাদলের দেবাংকিতা
বৃহস্পতিবার,০৮/০৯/২০২২
217

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: