নেতাজী সুভাষ চন্দ্র বসুর মতাদর্শ ও ভাবধারা অনুসরন করে চললে ভারত আজ সাফল্যের শিখরে পৌঁছে যেত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। গতকাল নতুন দিল্লিতে কর্তব্য পথের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ইন্ডিয়া গেটে নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন করেন। তিনি সকলকে কর্তব্য পথে যাওয়ার,নেতাজির জীবনের উপর একটি ড্রোন প্রদর্শনী দেখার এবং সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করার জন্য অনুরোধ জানিয়েছেন।
Auto Amazon Links: No products found.