সমুদ্রপথে নিরাপত্তা সংক্রান্ত পঞ্চম ভারত আমেরিকা আলোচনা আজ নতুন দিল্লীতে অনুষ্ঠিত হয়। সারা বিশ্বের সমুদ্রপথ, এক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার উদ্যোগ, আঞ্চলিক সহায়তা এবং সমুদ্রপথের বিষয়ে সচেতনতার জন্য ভারত প্রশান্ত মহাসাগর অংশীদারিত্বের মতো যৌথ প্রয়াস নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়।

Auto Amazon Links: No products found.