কলকাতায় প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে PRS ডাটা সেন্টার এ ডাউনটাইম কার্য কলাপের জন্য আজ রাত ১১টা ৪৫মিনিট থেকে আগামীকাল ভোর ৫টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা ১৫ মিনিট চলবে। এর ফলে ওই সময়ে কলকাতা প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে ইন্টারনেট বুকিং, কারেন্ট বুকিং এমনকি পূর্ব, দক্ষিণ পূর্ব, ইস্ট Coast, South East Central Railway, উত্তর পূর্ব-সীমান্ত রেলওয়ে, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সহ পূর্বাঞ্চলীয় অনুসন্ধান বাতিল থাকবে বলে রেল সূত্রের খবর।
ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সহ পূর্বাঞ্চলীয় অনুসন্ধান বাতিল
শনিবার,১০/০৯/২০২২
280