প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্টে, বিশ্ব ডেয়ারি শিখর সম্মেলন-২০২২-এর উদ্বোধন করবেন। ইন্টার ন্যাশনাল ডেয়ারি ফেডারেশনের চারদিনের এই শিখর সম্মেলন চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত দেশ-বিদেশের বিশেষজ্ঞ, দুগ্ধ চাষী, নীতি প্রণেতা এবং শিল্প মহলের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন। থাকবেন ৫০-টি দেশের ১ হাজার ৫০০-রও বেশি প্রতিনিধি । এবারের মূল ভাবনা ‘পুষ্টি ও জীবিকানির্বাহের জন্য দুগ্ধজাত সামগ্রী’। এর আগে শেষবার ১৯৭৪ সালে ভারতে এধরনের শিখর সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এর প্রাক্কালে কেন্দ্রীয় ডেয়ারীমন্ত্রী পুরুষোত্তম রূপালা বলেছেন, ভারতীয় ডেয়ারি শিল্প বিশেষভাবে বিশ্বের কাছে পরিচিত। কারণ, এটি সমবায় মডেলে মূলত গড়ে তোলা হয়েছে। এ থেকে দুগ্ধজাত শিল্পের সঙ্গে যুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, বিশেষত মহিলাদের ক্ষমতায়ন হয়। প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির ফলে ডেয়ারি ক্ষেত্রের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
Auto Amazon Links: No products found.