ট্রাফিক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে কলকাতা পুলিশ ভার্চূয়াল আদালত চালু করতে চলেছে। আগামীকাল থেকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে জোড়াবাগান, হেড কোয়াটার্স, হাওড়া সেতু ও সাউথ ট্রাফিক গার্ডকে নিয়ে এই আদালত চালু করা হবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। এখানে ট্রাফিক আইনভঙ্গকারীরা বিভিন্ন মামলার জরিমানা সরাসরি অ্যাপের মাধ্যমে জমা দিতে পারবেন। আগামী দিনে অন্যান্য ট্রাফিক গার্ডকেও এই অনলাইন ব্যবস্থার আওতায় আনা হবে বলে জানান হয়েছে।
কলকাতা পুলিশ ভার্চূয়াল আদালত চালু করতে চলেছে
বৃহস্পতিবার,১৫/০৯/২০২২
2320

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: