রাজ্যে ডেঙ্গু ম্যালেরিয়ার মত মশাবাহিত রোগের ঊর্ধ্বগতি রুখতে রাজ্য সরকার, সরকারি – বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার সমন্বয়ের ওপর জোর দিয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম গতকাল ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন। বৈঠকে তিনি রাজ্য সরকারের নির্দেশিকা মতো রোগীদের চিকিৎসার ওপর জোর দিয়েছেন।পাশাপাশি, বেসরকারি হাসপাতালগুলিকে চিকিৎসা খরচেও লাগাম টানতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। ডেঙ্গু বা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হলেই স্বাস্থ্য দফতরকে তা জানাতে হবে। রাজ্য সরকারের চালু করা নতুন পোর্টাল ও স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটের মাধ্যমে দৈনিক আক্রান্তের পরিসংখ্যান দাখিল করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যে ডেঙ্গু ম্যালেরিয়ার মত মশাবাহিত রোগের ঊর্ধ্বগতি রুখতে রাজ্য সরকার
রবিবার,১৮/০৯/২০২২
447

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: