এবছর আবার জেলার মানুষ মেতে উঠলেন ‘ভাদু পুজো’য়


রবিবার,১৮/০৯/২০২২
943

কোভিডের কারণে গত দুবছর সেভাবে হয়নি ‘ভাদু পুজো’। এবছর আবার জেলার মানুষ মেতে উঠলেন ‘ভাদু পুজো’য়। এই জেলার সব থেকে গুরুত্বপূর্ণ লোক উৎসবগুলির অন্যতম হল ‘ভাদু পুজো’। এই পার্বণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মহিলারা। তাঁরা সারারাত ধরে দেবী ভাদুর সামনে গান গেয়ে দেবীকে আরাধনা করে থাকেন। কথিত আছে ভাদু বা ভদ্রাবতী ছিলেন পুরুলিয়ার কাশীপুর রাজ পরিবারের কন্যা। তাঁর অকাল মৃত্যুতে শোকার্ত রাজা, তাঁর পুজো শুরু করেন। পরবর্তীকালে সারা মানভূম জুড়ে তা প্রচলিত হয়। যা আজও চলে আসছে ভাদু আরাধনায়, রাত জাগরণ করে চলে মহিলাদের ভাদু গান, রাখা হয় থালা ভর্তি নানা রকমের মিষ্টি। এই পুজো প্রতি বৎসর বিশ্বকর্মা পুজোর আগের রাতে হয় ও বিশ্বকর্মা পুজোর দিন ভাদু’কে সকাল সকাল বিসর্জন করা হয় এই ভাবেই এই পুজো চলে আসছে বংশ পরম্পরায় ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট