কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু রোড ও জওহরলাল নেহরু রোডের সংযোগস্থলে গতকাল চলমান সিঁড়ির সুবিধা যুক্ত একটি ফুট ওভারব্রীজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এক্সাইড মোড়ে বহু সংখ্যক মানুষের রাস্তা পারাপারের জন্য এই ফুট ওভারব্রীজটির ফলে মানুষের যাতায়াতের খুব সুবিধা হবে বলে ফিরহাদ হাকিম জানিয়েছেন।
Auto Amazon Links: No products found.