কলকাতায় মৃৎশিল্পী সহ দুর্গাপুজোর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা


রবিবার,২৫/০৯/২০২২
2822

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক, গতকাল কলকাতায় মৃৎশিল্পী সহ দুর্গাপুজোর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দিয়েছে। ভারতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী মিনাক্ষি লেখি দুর্গাপুজার সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার ৩০ জনকে এদিন সম্মানিত করেন। তিনি বলেন, ইউনেস্কোর হেরিটেজ বা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় দুর্গাপুজার অন্তর্ভুক্তি সারা দেশের জন্য গর্বের। বিশ্বজুড়ে উদযাপিত বৃহৎ উৎসবগুলির মধ্যে দুর্গাপুজা অন্যতম। সংশ্লিষ্ট সব দিক বিবেচনা করে বিভিন্ন রাজ্যের উৎসবের মধ্যে থেকে দুর্গাপুজাকে মনোনীত করা হয়েছে।আন্তর্জাতিক এই সংগঠনের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় দুর্গাপুজা অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টিকে সঙ্কীর্ণ রাজনীতির বাইরে রাখার তিনি আবেদন জানান। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, ভারতীয় জাদুঘরের অধিকর্তা অরিজিৎ দত্ত চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট