পুজোর আগে রাজ্যে চাকরির বন্যা !


মঙ্গলবার,২৭/০৯/২০২২
710

মুখ্যমন্ত্রী চান না কারও চাকরি যাক। তাই নতুন করে পদ তৈরি করতে প্রস্তুত রাজ্য। তবে আদালতের নির্দেশ পেলেই সকলকে নিয়োগ করা হবে। সোমবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, এই নিয়োগের জন্য মোট ১৪,৯১৬ পদ তৈরি করা হচ্ছে। এর মধ্যে ৫,২০০ পদ ইতিমধ্যেই তৈরি হয়েছে। বাকি ৯,৭১৬টি পদ তৈরি করতে হবে। এই ঘোষণার পাশাপাশি চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের প্রতি আন্দোলন প্রত্যাহারেরও আর্জি জানিয়েছেন ব্রাত্য।রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোমবার বলেন, ‘‘আদালতের নির্দেশ মেনে সব ধরনের কাজ করতে প্রস্তুত রাজ্য সরকার। আদালত যদি বলে সকলকে চাকরি দিতে হবে, তা-ও প্রস্তুত রাজ্য। আদালত যদি বলে, ব্যতিক্রমী ভাবে যাঁরা ঢুকেছেন, তাঁদের বাতিল করতে হবে, তাতেও রাজি রাজ্য।’’ তবে পাশাপাশি আরও একটি বিষয় স্পষ্টই জানিয়েছেন তিনি যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না কারও চাকরি চলে যাক।শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, গ্রুপ সির অতিরিক্ত পদ ১,৯৫০। গ্রুপ ডির অতিরিক্ত পদ ৬,৩০০। এর মধ্যে ১,৯৮০ পদ তৈরি হয়ে গিয়েছে। তৈরি করতে হবে ৪,৩৩৭টি পদ। নবম, দশম শ্রেণিতে ১,০৭৭ এবং একাদশ দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ২,৩০০ শিক্ষকের শূন্যপদ রয়েছে। মোট ৯,৭১৬টি পদ তৈরি করতে হবে। আগে ৫,২০০ পদ তৈরি করা হয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট