পুজোয় এবার ছাদ খোলা দোতলা বাসে চড়ে শহর ঘুরে দেখা যাবে। সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে শুরু হয়ে ভিক্টোরিয়া, প্রিন্সেপ ঘাট, সেন্ট জনস চার্জ, ডেকার্স লেন হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত দুটি দোতলা বাস চালাবে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম। আগামীকাল এই পরিষেবার সূচনা করবেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, বাসে মাথাপিছু টিকিটের মূল্য ৫০ টাকা। আগামী ১০ অক্টোবর পর্যন্ত সোমবার বাদে প্রতিদিন সকাল ১১টা ও ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই বাস দুটি চলবে। পর্যটন মন্ত্রী জানিয়েছেন, পুজোর পরে দুটি দোতলা বাসকে শহরের পর্যটনে ব্যবহার করার বিশেষ পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি পরিবহন দপ্তরের সঙ্গে যৌথভাবে তিনটি এসি বাসে শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থান ঘুরিয়ে দেখানোর পরিকল্পনা নিয়েছে পর্যটন দপ্তর। এই পরিষেবা সারা বছর পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রী। এই বাসে টিকিটের মূল্য ২৫০ টাকা।
Auto Amazon Links: No products found.