উত্তর শহরতলীর ব্যস্ত VIP রোডে পথচারীদের রাস্তা পারাপারের সুবিধার্থে ও যানজট এড়াতে আজ থেকে চালু হয়ে গেলো দমদম পার্ক সাবওয়ে। রাজ্য পূর্ত দফতরের উদ্যোগে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এই সাবওয়ে নির্মাণ করা হয়েছে। সাবওয়েটি ৫২মিটার লম্বা ও সাড়ে ৬মিটার চওড়া। সাবওয়ে চারটি এস্কেলেটর রয়েছে। সাইকেল আরোহীদের জন্য সাইকেল ট্র্যাক। সাবওয়ে থেকে বেরিয়ে খালপাড় ধরে সরাসরি হেঁটে বাঙ্গুর এভিনিউতে পৌঁছানো যাবে। আজ মহাপঞ্চমীতে সাবওয়ের উদ্বোধন করেন, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। উপস্থিত ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রী বলেন, পুজোর মুখে দর্শনার্থীদের ভিড় সামলাতে এই সাবওয়ে বিশেষভাবে সহায়ক হবে।
Auto Amazon Links: No products found.