মোমিনপুরের ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মোমিনপুর কান্ড নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। এই মামলার শুনানিতে আজ বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকে সিট গঠন করতে হবে। আদালতে রাজ্য সরকারের তরফে জানানো হয়, ওই ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছেও একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, এই ঘটনার তদন্ত ভার ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি (এনআইএ)-কে দেওয়া হবে কিনা তা নিয়ে কেন্দ্রীয় সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।
মোমিনপুরের ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন
বুধবার,১২/১০/২০২২
341

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: