গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মন্ডলের মেয়ের নামে থাকা একটি সংস্থা- NNM এগ্রোকম ফুড প্রাইভেট লিমিটেডের নামে CBI, নোটিশ জারি করেছে। অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল এবং বিদ্যুৎ বরণ গায়েন নামে দুই ডিরেক্টারের যেকোন একজন গিয়ে সোমবার CBI-এর শান্তিনিকেতনের অস্থায়ী ক্যাম্পে নথিপত্র জমা দেবে।
এছাড়াও, শিব শম্ভু রাইস মিলের নামে নোটিশ জারি করে, তাঁদের সব ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে বলা হয়েছে। অনুব্রত মন্ডলের গ্রামের দু’টি বাড়ির জমি সংক্রান্ত কাগজপত্র নিয়ে আজ রেজিস্ট্রি অফিসের এক কর্মী, CBI-এর কাছে জমা করে।
Auto Amazon Links: No products found.