ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়


বৃহস্পতিবার,১৩/১০/২০২২
2684

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায় । সাতসকালে কুদঘাটের এক প্রযোজনা সংস্থার গুদামে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। ঘটনাস্থলে প্রথমে দমকলের ৪ টি ইঞ্জিন পৌঁছয়, পরে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকায় পৌঁছয় মোট ১৫ টি ইঞ্জিন। ভয়াবহ আগুনের জেরে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।পাশাপাশি সব থেকে বেশি আশঙ্কার জায়গা অন্য জায়গায়, গুদামে কেউ আটকে কি না, খতিয়ে দেখা হচ্ছে সেটাও। ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ চলছে। ঘিঞ্জি এলাকায় বড় গুদামে আগুন লাগায় আতঙ্কে স্থানীয়রা। যদিও গুদামটি ঘেরা জায়গায় হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা কম।

তাঁদের অভিযোগ, ভোরবেলা আগুন লাগলেও ঘটনাস্থলে পৌঁছতে অনেকটা দেরি করেছে দমকল।সাতসকালেই ভয়াবহ আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। আগুন দ্রুত গোটা গুদামে ছড়িয়ে পড়তে শুরু করে। আগুনের তাপে ভেঙে পড়ে প্রযোজনা সংস্থা গুদামের লোহার শেড তথা পাঁচিল। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায়, দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভেঙে পড়ে পাঁচিল ও লোহার ছাউনি। ফিল্মের রিল, ক্যান সহ একাধিক জিনিস পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এখনও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। সকালেই ঘটনাস্থলে যান মন্ত্রী তথা এলাকার বিধায়ক অরূপ বিশ্বাস। স্থানীয়দের সঙ্গে কথা বলেন মন্ত্রী। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। যদিও স্বস্তির খবর, গুদামের মধ্যে কেউ আটকে নেই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট