আন্দামান সাগরে এক একটি ঘূর্ণবাত্ত তৈরি হওয়ার সম্ভাবনা


শুক্রবার,১৪/১০/২০২২
786

আগামী তিন দিনের মধ্যে বর্ষা আমাদের রাজ্য থেকে বিদায় নেবার মতো পরিস্থিতি তৈরি হবে বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে এসেছে এখন যেটা হচ্ছে স্ট্যাটাট থান্ডব অ্যাক্টিভিটির কাল থেকে সেটা আরো কমে যাবে বর্ষা বিদায় নেওয়ার পর খটখটে শুকনো সেরকম কিছু থাকবে না আশা করি বৃষ্টির কমে যাবে আবহাওয়া শুকনো হয়ে যাবে। আফটার সিক্সটিন উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি একই ১৮ তারিখ নাগাদ আন্দামান সাগরে এক একটি ঘূর্ণবাত্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং এখন অব্দি যতটুকু পিকচার ঘূর্ণবাত্তর থেকে লো প্রেসার তৈরি হবে কিন্তু ১৮ তারিখে তো এখন অনেক দের খুলনা ভর্তা তৈরি হবে এটা পরিষ্কার আছে ১৪ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোন বৃষ্টির সম্ভাবনা নেই সম্ভাবনার একটা তৈরি হচ্ছে। তিন দিনের মধ্যে কন্ডিশন ফেভরেবল হচ্ছে যেই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেটার ডিটেলস আগামী আপডেট দেয়া হবে আই এম ডি পূর্বাভাসের ভরসা সে নজর রাখুন সঠিক সময়ে সঠিক খবর আপডেট জানানো হবে ঘূর্ণাবর্তের ক্ষেত্রে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট