কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, কেন্দ্র পেটেন্ট আইনকে আরো সরল করে তোলার লক্ষ্যে সংশোধন করবে।নতুন আইনটি সহজতর ও আরো ভালো করে তুলতে সকলের কাছ থেকে তিনি পরামর্শ চেয়েছেন। আই আই টি মাদ্রাস রিসার্চ পার্কে পরিদর্শনকালে ছাত্রছাত্রী এবং উদ্ভাবকদের সঙ্গে কথাবার্তায় শ্রী গোয়েল অংশ নেন।
কেন্দ্র পেটেন্ট আইনকে আরো সরল করে তোলার লক্ষ্যে সংশোধন
সোমবার,১৭/১০/২০২২
161

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: