করোনার জন্য দু বছর স্হগিত থাকার পর সিএবি আগামীকাল বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কৃত করবে। এবার ২০২০-২১-২২ সালের পুরস্কার প্রদান করা হবে।উদয়ভানু ব্যানার্জী, সম্বরণ ব্যানার্জী, অশোক মালহোত্রা, গার্গী ব্যানার্জী, লোপামুদ্রা ব্যানার্জী এবং মিঠু মুখার্জীকে জীবনকৃতি পুরস্কারে সম্মানিত করা হবে। বিশেষ সন্মান প্রদান করা হবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নেওয়া ঝুলন গোস্বামীকে। দীপ্তি শর্মা, রিচা ঘোষ, শাহবাজ আহমেদ ও মুকেশ কুমারকে দেওয়া হবে বিশেষ পুরস্কার।
আগামীকাল বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কৃত করবে CAB
শুক্রবার,২৮/১০/২০২২
2370