সরকারি সিদ্ধান্তের পক্ষে রায় দিয়ে Suprem Court আর্থিকভাবে দুর্বলতর শ্রেণী বা ইডব্লিউএস জন্য উচ্চশিক্ষা এবং সরকারি চাকরির ক্ষেত্রে দশ শতাংশ সংরক্ষণের বিষয়ে সংবিধানের ১০৩ তম সংশোধনীর বৈধতাকে মান্যতা দিয়েছে।
দরিদ্রদের জন্য সংরক্ষণের বিষয়টি অর্থনৈতিক মানদণ্ডের বিচারে কোনোভাবেই বৈষম্যমূলক নয় বলে শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ রায় দিয়েছে। পাঁচ বিচারপতির মধ্যে তিন’জন বিচারপতি দীনেশ মহেশ্বরী, বিলাস ত্রিবেদী এবং জেবি পার্দিওয়ালা এই সিদ্ধান্তকে সাংবিধানিক বলে জানান। তবে বিচারপতি এস রবীন্দ্র ভাট এবং এই আইনকে বৈষম্যমূলক এবং মৌলিক অধিকারের পরিপন্থী বলে প্রকাশ করেন। প্রধান বিচারপতি ইউনিয়ন ললিত বিচারপতি ভাটের মতের পক্ষে রায় দেন।
দুর্বলতর শ্রেণী জন্য উচ্চশিক্ষা এবং সরকারি চাকরির ক্ষেত্রে দশ শতাংশ সংরক্ষণ
মঙ্গলবার,০৮/১১/২০২২
401