হাইকোর্টের নির্দেশ মেনে পাঁচ বছর পর অবশেষে ২০১৭ সালের টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ


মঙ্গলবার,০৮/১১/২০২২
347

হাইকোর্টের নির্দেশ মেনে পাঁচ বছর পর অবশেষে ২০১৭ সালের টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের পক্ষ থেকে ১৮৮ পাতার নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নম্বর সহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে পর্ষদের ওয়েবসাইটেও।
গতকাল সাংবাদিক বৈঠক করে এই ফল প্রকাশের কথা ঘোষণা করেছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। সেইসঙ্গে তিনি জানিয়েছিলেন, চলতি সপ্তাহের মধ্যেই ২০১৪-র প্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করা হবে।
কিছুদিনের মধ্যে প্রার্থীদের হাতে শংসাপত্র-ও তুলে দেওয়া হবে বলে জানান পর্ষদ সভাপতি। ২০১৭ সালে টেট পাশ করেছিলেন ৯,৮৯৬ জন। আর ২০১৪ সালে টেটে উত্তীর্ণ হয়েছিলেন এক লক্ষ ২৫ হাজার জন। হাইকোর্টের নির্দেশে ১১ হাজারের বেশি পদে নিয়োগের জন্য ইন্টার্ভিউ প্রক্রিয়া শুরু করেছে পর্ষদ। ১৪ই নভেম্বর আবেদন জমা দেওয়ার শেষ দিন। পর্ষদ সভাপতি আরও জানিয়েছেন, ২০২২ সালের ১১ই ডিসেম্বর যে টেট নেওয়া হবে, তার ফল প্রকাশ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট