নেপালে মধ্যরাত দু’টো নাগাদ তীব্র ভূকম্পন


বুধবার,০৯/১১/২০২২
499

নেপালে মধ্যরাত দু’টো নাগাদ তীব্র ভূকম্পন অনুভূত হয়। স্কেলে যার তীব্রতা ছিল ছয় দশমিক তিন। এই কম্পন বেশ কয়েক সেকেন্ড ধরে চলে। কম্পন, দিল্লি, নয়ডা, গুরুগ্রাম এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতেও অনুভূত হয়েছে। এই কম্পনের ভরকেন্দ্র ছিল নেপালের দাইলেক, উত্তরাখণ্ডের পৃথরাগড়ের নব্বই কিলোমিটার দক্ষিণ পূর্বে। এখনো পর্যন্ত এই ভূমিকম্পের জেরে নেপালের ধুতি জেলার কমপক্ষে ছ’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট