স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংরক্ষনের জন্য এবার থেকে সরকারের ডিজিলকার প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে। আয়ুষ্মান ভারত ডিজিট্যাল মিশন, ABDM এর সঙ্গে ডিজিলকার ব্যবস্থাকে যুক্ত করার ফলে এবার থেকে রোগীর স্বাস্থ্য রেকর্ড, টিকাকরন-এর বিবরণ, প্রেসক্রিপশন, নানা ল্যাব টেস্টের ফলাফল সেখানে সংরক্ষিত রাখা যাবে। বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ছাড়াও রোগীরা নিজেরাও এই তথ্য ডিজিলকারে আপলোড করতে পারবেন। প্রয়োজনে ডিজিলকার থেকেই সেই তথ্যগুলি ব্যবহার করা যাবে।
এবার থেকে সরকারের ডিজিলকার প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে
বৃহস্পতিবার,১০/১১/২০২২
845

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: