লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম উঠেছে কিনা আবেদনকারী মহিলারা এখন তা বাড়িতে বসেই দেখতে পারবেন। সে জন্য শিবিরে গিয়ে লাইন দেওয়ার দরকার হবে না। নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের তরফে জানানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের সরকারি ওয়েবসাইট socialsecurity.wb.gov.in সাইটে গিয়ে প্রাপকরা নিজেদের আবেদনপত্রের অবস্থা এবং তাঁর নাম নথিভুক্ত হয়েছে কিনা তা দেখতে পারবেন। ইতমধ্যেই ওই প্রকল্পের টাকা পেয়ে থাকলে এখনও পর্যন্ত কত টাকা পেয়েছেন, সেই তথ্যও ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
বাড়িতে বসেই দেখতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম উঠেছে কিনা
শুক্রবার,১১/১১/২০২২
1575
