উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আসিয়ান-ভারত স্মারক সম্মেলন এবং সপ্তদশ পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনদিনের সফরে আগামীকাল কম্বোডিয়া যাবেন। তাঁর সঙ্গে থাকবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।উপরাষ্ট্রপতি আগামী শনিবার নমপেনে আসিয়ান-ভারত স্মারক সম্মেলনে যোগ দেবেন।পাশাপাশি কম্বোডিয়া সহ অন্যান্য দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও মিলিত হবেন তিনি।
তিনদিনের সফরে কম্বোডিয়া উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়
শুক্রবার,১১/১১/২০২২
310

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: