চীনের দৈনিক নতুন কোভিড আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। গত ২৪ ঘন্টায় সে দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ২৭৬ জন। এর মধ্যে প্রায় ২১ হাজার আক্রান্তের কোনো উপসর্গ নেই বলে,চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে।

Auto Amazon Links: No products found.