নদীয়া জেলা জুড়ে পালিত হচ্ছে সপ্তাহব্যাপী সমবায় সপ্তাহ। কৃষকদের ও স্বয়ম্ভর গোষ্ঠীগুলোকে আর্থিক সহায়তা দিয়ে সচ্ছল করে তুলতে এই সমবায় সমিতিগুলি কাজ করে থাকে বলে সভায় বক্তারা বলেন। স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে আজ দিগনগরে পালিত হয় সমবায় সপ্তাহ।দিগনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার ব্রজেন বিশ্বাস তার বক্তব্যে সমবায় সপ্তাহ নিয়ে বিস্তারিত তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক ব্যানার্জি, সমবায় সদস্য গুরুপদ নাথ প্রমুখ।
নদীয়া জেলা জুড়ে পালিত হচ্ছে সপ্তাহব্যাপী সমবায় সপ্তাহ
শুক্রবার,১৮/১১/২০২২
565