অবৈধ কয়লা উত্তোলন সংক্রান্ত মামলায় ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আজ রাঁচির ইডির- দপ্তরে হাজিরা দিয়েছেন। তিনজন ইডি আধিকারিকের একটি দল ইতমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে খবর। অর্থ পাচার প্রতিরোধী আইনের আওতায়, সোরেনের বয়ান রেকর্ড করা হবে। তাকে অন্য কোন দিন জিজ্ঞাসাবাদের সোরেনের আবেদন, ইডি আগেই খারিজ করে দেয়।
হেমন্ত সোরেন আজ রাঁচির ইডির- দপ্তরে হাজিরা
শুক্রবার,১৮/১১/২০২২
120

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: