আজ ‘বিশ্ব শৌচালয় দিবস’। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে জনসাধারণের মধ্যে শৌচালয় সম্পর্কে সচেতনতাবাড়াতে, ২০১৩ সাল থেকে প্রতি বছর ১৯ শে নভেম্বর দিনটি পালন করা হয়। এবছর দিনটি উদযাপনের মূল ভাবনা – ‘অদৃশ্যকে দৃশ্যমান করা’। ‘স্বচ্ছ ভারত মিশন’ গ্রামীণের আওতায় পানীয় জল ও পরিচ্ছন্নতা মন্ত্রক আজকের দিনটি উপলক্ষে স্বচ্ছতা দৌড় এর আয়োজন করছে। জলশক্তি মন্ত্রক, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে গ্রাম পঞ্চায়েত স্তরে স্বচ্ছতা দৌড় পরিচালনা করার নির্দেশ দিয়েছে এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব, স্বচ্ছা গ্রহ, আশা কর্মী, স্বেচ্ছাসেবক, যুব, স্কুলের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় লোকশিল্পীদের এর সঙ্গে যুক্ত থাকতে ও সাধারণ মানুষকে উৎসাহিত করতে বলেছে।
আজ ‘বিশ্ব শৌচালয় দিবস’
শনিবার,১৯/১১/২০২২
4381