রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কারা মন্ত্রী অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে বিরোধী দল বিজেপি বিধানসভায় মুলতুবি প্রস্তাব জমা দিয়েছে। আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে আদিবাসীদের পাঞ্চি উত্তরীয় পরে এবং দ্রৌপদী মুর্মুর ছবি জামায় লাগিয়ে, বিজেপি বিধায়করা বিধানসভা কক্ষে প্রবেশ করেন। সভার শুরুতেই তাঁরা অধ্যক্ষের কাছে মুলতবি প্রস্তাব জমা দেন। পাশাপাশি অখিল গিরিকে পদ থেকে অপসারণের দাবিতেও বিজেপি বিধায়করা সভায় সোচ্চার হন। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, রাষ্ট্রপতি সকলের গর্ব। তাঁকে নিয়ে কুমন্তব্য করে সমগ্র আদিবাসী সমাজের মর্যাদা হানি করা হয়েছে। এরই প্রতিবাদে এই মুলতুবি প্রস্তাব।
বিরোধী দল বিজেপি বিধানসভায় মুলতুবি প্রস্তাব জমা
সোমবার,২১/১১/২০২২
355

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: