স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান পরিকাঠামোর পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার আজ এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে বসছে। বিকেল সাড়ে তিনটেয় বৈঠক শুরু হবার কথা। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে নবান্ন থেকে প্রস্তাবিত এই বৈঠকে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য আধিকারিকরা ছাড়াও সব মেডিকেল কলেজের সুপার, জেলার মুখ্য স্বাস্থ্যআধিকারিকদের ভার্চুয়ালি উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াওমুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বৈঠকে উপস্থিত থাকবেন। স্বাস্থ্য সাথী প্রকল্প সহ গ্রামীণ চিকিৎসা পরিকাঠামো ব্যবস্থা নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার আজ এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক
সোমবার,২১/১১/২০২২
671

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: