পূর্ব রেল আগামী ২০২৩ সালের এপ্রিল মাসের মধ্যে ১৩ হাজার নতুন নিয়োগ করবে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছেন, এরমধ্যে পূর্ব রেলে প্রায় ২০হাজার শূন্য পদ রয়েছে। সেখানে ১৩০০০ নতুন নিয়োগ হবে।
শ্রী অরোরা আরও জানান, ভারতীয় রেলে এতদিন নিচু তলার কর্মীদের শিক্ষাগত যোগ্যতা কম থাকার কারণে তাঁদের পদোন্নতি সুপারভাইজার পদ পর্যন্তই সীমাবদ্ধ থাকতো। তবে বর্তমানে নতুন যেসব কর্মীরা চাকরিতে যোগ দিচ্ছেন তাঁদের শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি হওয়ার কারণে সুপারভাইজারের উপরের পদে চার বছর চাকরি করার পর তাঁরা আধিকারিক পদে উন্নীত হতে পারবেন।
প্রিল মাসের মধ্যে ১৩ হাজার নতুন নিয়োগ
বৃহস্পতিবার,২৪/১১/২০২২
948

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: