ফায়ার অডিট বৈঠক কলকাতা পুরসভায়


শুক্রবার,১৬/১২/২০২২
2810

কলকাতা শহরে সাড়ে ছয়শো ব্যবসায়ী সংস্থার কাছে অগ্নি নির্বাপনের বৈধ কাগজপত্র নেই দাবি করলেন দমকলমন্ত্রী সুজিত বসু।এদের সকলকেই প্রথমে সতর্কীকরণের জন্য নোটিশ পাঠানো হবে , তাতেও যদি কোন লাভ না হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানিয়েছেন মন্ত্রী সুজিত বসু। কলকাতা শহরে একের পর এক অগ্নিকাণ্ডের নড়েচড়ে বসলো দমকল বিভাগ। কলকাতা পুরসভায় ফায়ার অডিটে বৈঠকে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, ও যুগ্ম পুলিশ কমিশনার হেডকোয়ার্টার শুভঙ্কর সিনহা সরকার, ডিজি ফায়ার রণবীর কুমার। এদিনের বৈঠকের পরে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ ও দমকল ও পুরসভার যৌথভাবে ফায়ার অডিট করেছে কলকাতা শহর জুড়ে। সেখানে দেখা গেছে কলকাতা পুলিশ ও দমকল প্রায় সাড়ে ৬০০ ব্যবসায় প্রতিষ্ঠান আছে যেগুলিতে সঠিকভাবে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই ও বৈঠক কাগজপত্র নেই। সেই সব ব্যবসায়ীদের কে নোটিশ পাঠিয়ে সতর্ক করা হবে । অগ্নি নির্বাপন ব্যবস্থা গ্রহণ করে এবং তো কাগজপত্র তৈরি করে নেয়। এরপরেও যদি কাজ না হয় সে ক্ষেত্রে আইন ব্যবস্থা নেয়া হবে এমনটাই জানিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। সেই সঙ্গেই দমকল ও কলকাতা পুরসভা যৌথভাবে অগ্নি নির্বাপনের ড্রিল করবে।

মুখ্যমন্ত্রী ১৩ মার্চ ২০২২ কলকাতা পুরসভা কলকাতা পুলিশ ও দমকল বিভাগকে একসঙ্গে ফায়ার অডিটের নির্দেশ দিয়েছিলেন। দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন আমরা চাই না কোন ব্যবসায়ী বন্ধ হয়ে যাক। ব্যবসার জন্য কোন মানুষের জীবন হানি হোক সেটা কখনোই কাম্য নয়। এর জন্য ব্যবসায়ীদের সতর্ক করতে প্রথমে নোটিস দেওয়া হবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট