লেকটাউনের পুরনো থানার কাছে দমকল কেন্দ্রের শুভ সূচনা করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে এই দমকল কেন্দ্র তৈরি হবে। আগামী ৯ মাসের মধ্যে দমকল কেন্দ্র তৈরি করার ভাবনা রয়েছে দমকল বিভাগের এমনটাই জানালেন সুজিত বসু। এদিন ভিত পুজোয় সুজিত বসু ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলররা ।দমকল বিভাগের আর্থিক অনটনের কথাও জানান তিনি। তা সত্বেও দমকলের আধুনিকীকরণ করা হচ্ছে বলে জানান তিনি।
লেকটাউনে দমকল কেন্দ্রের শুভ সূচনা করলেন দমকল মন্ত্রী
শুক্রবার,১৬/১২/২০২২
3241

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: