নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা মামলায় ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি


মঙ্গলবার,০৩/০১/২০২৩
809

নন্দীগ্রামে, ভোট পরবর্তী হিংসা মামলায় CBI গতকাল, হলদিয়া মহকুমা আদালতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্বাচনী এজেন্ট সেক সুপিয়ান, তৃণমূল নেতা আবু তাহের, সেক আমানুল্লা, সেক খুশনবি, সেক সৈয়ম কাজি এবং সেক সামসুদ্দোহা-র বিরুদ্ধে সাপ্লিমেন্টারী চার্জশিট দাখিল করেছে। সৈয়ম কাজি এবং সামসুদ্দোহা তদন্তে সহযোগিতা করলেও বাকী ৪ জন তাদের সঙ্গে সহযোগিতা না করায়, এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আর্জি জানায় সিবিআই। আদালত সেইমতো, আবু তাহের, সুফিয়ান সহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট