নিজস্ব সংবাদদাতা : কলকাতায় দিনের বেলা উধাও হবে শীতের আমেজ, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৫-৭ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপরে। ২-৩ ডিগ্রি করে বাড়বে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা। আগামী ২-৩ দিন এমনই থাকবে আবহাওয়া। জেনে রাখা দরকার তবে সকালের দিকে কুয়াশার আধিক্য থাকবেই। যদিও বেলা বাড়তেই রোদের তাপও বাড়বে অনেকটাই। মাঘের শুরুতে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। তার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর মধ্যেই চলছে পারদের ওঠানামা চলছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলে দেওয়া হয়েছিল ২১ জানুয়ারি থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। তবে এখনই জাঁকিয়ে শীত আর পড়বে না বলেই মনে করছে হওয়া অফিস।
শীতকালে শীত উধাও, একাধিক জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা
মঙ্গলবার,২৪/০১/২০২৩
1344

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: