সরস্বতী পুজোর দিন অভিনব এক ‘হাতে খড়ি’ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস আনুষ্ঠানিকভাবে বাংলা শিক্ষা শুরু করবেন। এই উপলক্ষে আজ বিকেলে রাজভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তাঁর মন্ত্রিসভার একাধিক সদস্য, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে মেধা ও কৃতিত্বের পরিচয় দেওয়া কয়েকজন পড়ুয়া’ও আমন্ত্রিত।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দেবাঞ্জলি রায় নামে আট বছরের এক বালিকার কাছ থেকে রাজ্যপাল হাতে খড়ি নেবেন। গুরুদক্ষিণা হিসেবে কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করবেন, তাঁর বেতনের একাংশ দিয়ে।সপ্তাহের কাজের দিনগুলোতে এক ঘন্টা করে বাংলা শেখার পরিকল্পনা করেছেন, রাজ্যপাল।
সরস্বতী পুজোর দিন অভিনব এক ‘হাতে খড়ি’ অনুষ্ঠান
বৃহস্পতিবার,২৬/০১/২০২৩
1237

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: