পাটনায়, বিহারের প্রাক্তণ মুখ্যমন্ত্রী রাবড়ী দেবীর বাড়ীতে সি বি আই আজ তল্লাশি চালাচ্ছে। সেসময় তার ছেলে,তেজপ্রতাপ মাধব বাড়ীতেই ছিলেন।জমির বিনিময়ে চাকরী কেলেঙ্কারী মামলায় সিবিআই রাবড়ী দেবীকে জিজ্ঞাসাবাদ করছে বলে সূত্রের খবর।
বিহারের প্রাক্তণ মুখ্যমন্ত্রী রাবড়ী দেবীর বাড়ীতে CBI
সোমবার,০৬/০৩/২০২৩
467