টানা ৪৮ ঘন্টার ধরনায় মমতা, ব্লকে ব্লকেও হবে ধরনা


শুক্রবার,২৪/০৩/২০২৩
265

আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ডঃ বি আর আম্বেদকর এর মূর্তি পাদদেশে ধরনায় বসবেন তিনি। এবার দলের তরফ থেকে সেই কর্মসূচি ঘোষণা করা হল। শুক্রবার কালীঘাটে এক সাংবাদিক বৈঠকে দলের কর্মসূচির কথা ঘোষণা করলেন অন্যতম নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, আগামী ২৯ ও ৩০ মার্চ কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আম্বেদকরের মূর্তির নিচে ৪৮ ঘণ্টা অবস্থান করবেন। ২৯ তারিখ বারোটা থেকে ধরনা শুরু হবে। একই সময়ে জেলায় জেলায় ধরনায় বসবে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রত্যেকটি ব্লকে এই ধরনা হবে। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন কেন্দ্রীয় সরকার বাংলাকে ১০০ দিনের কাছ থেকে আবাস যোজনা সব প্রকল্পে টাকা আটকে রেখেছে। বাংলার সার্বিক উন্নয়নে বাধা পাচ্ছে। এদিন বিজেপির বিরুদ্ধে ষড়ভান চন্দ্রিমা। বিজেপির পাল্টা কর্মসূচি নিয়ে কটাক্ষ করেন তিনি। তৃণমূলের এই নেত্রী বলেন, বাংলার মানুষ তাদের চিনে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে যারা দিনরাত গালিগালাজ করছে তাদেরকে বাংলার মানুষ চিনে নিয়েছে।
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে এদিন এক প্রশ্নের উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রীয় সরকারের ভূমিকার কড়ি সমালোচনা করেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কাউকে বাড়তি সুবিধা কোন রাজনৈতিক দল করে দিতে পারে। তবে তৃণমূল কংগ্রেস অন্যায়ের বিরুদ্ধে কথা বলে

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট