রমজানে কিভাবে মিলবে পরিপূর্ণ ফজিলত ?

রহমত, বরকত ও নাজাতের মাস রমজান। ১২টি মাসের মধ্যে রমজানের গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ এই মাসে নাজিল হয়েছে পবিত্র কোরআন। এই পবিত্র মাসে যেকোনো ইবাদতের বিপরীতে আল্লাহ কয়েকগুণ বেশি সওয়াব দান করেন। কিছু বিষয় মেনে চললে বরকতময় এ মাসের পরিপূর্ণ ফজিলত পেতে পারেন ধর্মপ্রাণ মুসলিমরা।

রমজানে যেকোনো ইবাদতের বিপরীতে কয়েকগুণ বেশি সওয়াব পাওয়া যায়

রমজানের গুরুত্ব তুলে ধরে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, বন্ধ হয়ে যায় জাহান্নামের সব দরজা। কুমন্ত্রণাদানকারী শয়তানদের বন্দি করা হয়।’ (বুখারি) সুতরাং মুসলমানরা এই মাসের সুযোগ নিয়ে নিজেকে সংশোধন করে নিতে পারেন। মহান আল্লাহর জন্য ইবাদত-বন্দেগিতে লিপ্ত হয়ে কাটাতে পারেন পুরো মাস। এরমধ্য দিয়ে আসতে পারে মহান আল্লাহ ঘোষিত মুমিনের জন্য শ্রেষ্ঠ সম্পদ হেদায়েত।

ইফতারের সময় মিলতে পারে জাহান্নাম থেকে মুক্তি

রমজান হলো নিজেকে জাহান্নাম থেকে মুক্তির অন্যতম মাস। এ মাসে মহান আল্লাহ খুশি হয়ে অনেক জাহান্নামিকে মুক্তি দান করেন। এমনটিই ঘোষণা দিয়েছেন নবী (সা.)। তিনি বলেন, ‘আল্লাহ তাআলা রমজান মাসের প্রতিদিন ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন।’ (মুসনাদে আহমদ) তাই মুমিন মুসলমানের উচিত ইফতার সামনে নিয়ে মহান আল্লাহর কাছে সহায়তা চাওয়া, জাহান্নাম থেকে মুক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা।

বরকতময় সেহরি

এ মাসের অন্যতম সুন্নাত আমল ভোররাতে সেহরি গ্রহণ। ক্ষুধা না থাকলেও ন্যূনতম একটি খেজুর ও এক গ্লাস পানি হলেও সেহরিতে গ্রহণ করা উচিত। কারণ অন্য ধমের অনুসারীরা তাদের রোজায় ভোররাতে সেহরি গ্রহণ করেন না। তাই মুসলিমদের ক্ষুধা না থাকলেও অল্প হলেও সেহরি গ্রহণ করতে হবে। আর বলা হয়েছে- সেহরি গ্রহণে বান্দার জন্য অনেক কল্যাণ রয়েছে।

রমজান কাটুক ইবাদতে

রমজানে রোজা পালন ফরজ ইবাদত। রোজা রাখার পাশাপাশি আল্লাহর সন্তুষ্ঠি অর্জনে তারাবিহ, তাহাজ্জুদ, কুরআন তেলাওয়াত, জিকির-আজকার করবেন মুসলিমরা। তাই এখন থেকেই দীর্ঘ কেরাতে নামাজ পড়ায় অভ্যস্ত হওয়া জরুরি। বেশি বেশি রুকু সেজদায় অভ্যস্ত হওয়া জরুরি। তবেই রমজানের পরিপূর্ণ ফজিলত লাভ করা সম্ভব হবে। মুমিন মুসলমানের উচিত তাকওয়া বা আল্লাহর ভয় অর্জনে কুরআনের ঘোষণায় নিজেদের প্রস্তুত করা। যে ঘোষণা ছিল আমাদের আগে চলে যাওয়া নবি-রাসুলদের উম্মতের জন্য ও প্রযোজ্য। আল্লাহ সুরা বাকারায় বলেছেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে। যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপরও রোজা ফরজ ছিল। যাতে তোমরা তাকওয়া বা আল্লাহর ভয় অর্জন করতে পার।’

admin

Share
Published by
admin
  • https://www.banglaexpress.in/ Ocean code:

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

2 weeks ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

2 weeks ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

2 weeks ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

2 weeks ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

2 weeks ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

2 weeks ago
https://www.banglaexpress.in/ Ocean code: