তৃতীয় সন্তানের পিতা হলেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। তৃতীয় সন্তানের নাম রাখা হয়েছে অরেলিয়া চ্যান জুকারবার্গ। এক ইনস্টাগ্রাম পোস্টে এই খবর জানিয়েছেন জুকারবার্গ স্বয়ং।
ইনস্টাগ্রাম পোস্টে জুকারবার্গ জানিয়েছে, ‘অরেলিয়া চ্যান জুকারবার্গ, তোমাকে পৃথিবীতে স্বাগত! তুমি ছোট্ট এক আশীর্বাদ হয়ে এলে।’
Auto Amazon Links: No products found.