মজার পোস্ট: কিছু কিছু মেয়ে দামাদামি করার ক্ষেত্রে এমন অস্বাভাবিক ক্ষমতা নিয়ে জন্মায়


শুক্রবার,৩১/০৩/২০২৩
463

ভাইয়া, পাঞ্জাবীটা কত?

-আপা আপনার জন্য একদাম ৪২০০ টাকা।

-কেন? আমি কে? আমার জন্য দাম কম করবেন!!

-কি যে বলেন আপা। সবার কাছে সমান দাম চাই না।

-ঠিক দাম বলেন।

-আচ্ছা ৫০ টাকা কম দিয়েন।

-দাঁত ক্যালাইয়েন না। ৫০০ টাকায় দিবেন?

-এইটা কোন কথা বললেন আপা? আপনারে লাস্ট বলি। ২৬০০ টাকা দিয়েন। কাপড় দেখছেন? ১০ পিস আনছি কাল। এইটেই লাস্ট। ৩০০০ এর নিচে বেচি নাই একটাও। খাতা দেখেন বিশ্বাস না হলে। ২৫০০ তে কেনা। তার নিচে লসে যাবে।

-লস আপনার করতে হবে না। লাগবে না পাঞ্জাবি।

-আচ্ছা আপা ৮০০ দিয়েন।

-নাহ। ৫০০ ই বেশি বলে ফেলসি।

-আচ্ছা টাকা দেন। এই আবুল মালটা ব্যাগে ঢুকা। ব্যবসা রোজ ই করি। একদিন আপার জন্য ব্যবসা বাদ। আবার আইসেন।

কিছু কিছু মেয়ে দামাদামি করার ক্ষেত্রে এমন অস্বাভাবিক ক্ষমতা নিয়ে জন্মায়

( এটি সম্পূর্ণ কাল্পনিক মজার পোস্ট , বাস্তবের সাথে এর মিল বা অমিল থাকতে পারে )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট