দেশে বাড়ছে দৈনিক সংক্রমণ


শুক্রবার,০৭/০৪/২০২৩
342

নিজস্ব সংবাদদাতা : নতুন করে কি করোনা-পরিস্থিতি খারাপ হচ্ছে। মার্চ মাসের শেষ থেকেই দেখা গিয়েছিল রাজ্যে ‘কোভিড পজিটিভিটি রেট’ ক্রমশ বাড়ছে। জেনে রাখা ভালো ১০ দিনে টেস্ট খুব বেশি বাড়েনি অবশ্য। তবে টেস্ট না বাড়লেও রাজ্যে ধীরে বেড়েছে পজিটিভিটি রেট। এটাই আপাতত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বাড়েনি। বাড়েনি অক্সিজেনের চাহিদাও। এবং সব দিক খতিয়ে বিশেষজ্ঞেরা বলছেন, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে এখনই খুব দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু ঘটেনি।

নতুন করে কোনও সিম্পটমস দেখা না দিলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখনও অন্ততপক্ষে ন’টি জেলায় নতুন কোনও সংক্রমণের খবর আসেনি। কলকাতা ছাড়া আর যে জেলাগুলিতে করোনা সংক্রমণ প্রশাসন ও স্বাস্থ্য দফতরের কপালে ভাঁজ ফেলছে সেগুলি হল বীরভূম, বাঁকুড়া, হুগলি, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর এমনটা জানা গেছে।

রাজ্যের গড় পজিটিভিটি রেট যেহেতু এখনও ১-এর আশপাশেই ঘোরাফেরা করছে, তাই সামগ্রিক ভাবে খুব বেশি চিন্তিত হয়ে পড়তে নিষেধ করছে সংশ্লিষ্ট মহল। তবে সতর্ক থাকতে হবে এমনটা বলছেন বিশেষজ্ঞরা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট