হাত ছাড়া কর্ণাটক, বড় ধাক্কা বিজেপির, ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা গেরুয়া শিবিরে। হাত ছাড়া কর্ণাটক। কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে বিকল্প জোটের সলতে পাকানোর কাজ শুরু হয়ে গিয়েছে। কর্ণাটকের ফলাফল আরো কয়েক কদম এগিয়ে দিল বিরোধী শক্তির সেই কাজকে।
কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফলে ধরাসায়ী বিজেপি। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা গেরুয়া শিবিরে। কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে বিকল্প জোটের সলতে পাকানোর কাজ শুরু হয়ে গিয়েছে। বিজেপি বিরোধী দলগুলির নেতৃত্ব মনে করছেন যত শক্তিধরই হোক না কেন বিজেপিকে রুখে দেওয়া সম্ভব। কর্ণাটকের ভোটের ফলাফল বিরোধীদের সেই ধারণাকেই বাস্তবায়িত করেছে। আর কর্নাটকে ভোটের ফলাফলের পর দেশজুড়ে বিজয় উৎসবে মেতে উঠেছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। কর্ণাটক ছাড়িয়ে রাজধানী দিল্লি কিম্বা কলকাতা সর্বত্রই উল্লাসের ছবি। আবির খেলা থেকে মিষ্টি বিতরণ, মাতোয়ারা কংগ্রেস শিবির।
দক্ষিণ ভারতের একমাত্র কর্নাটকেই বিজেপি নেতৃত্বাধীন সরকার ছিল। কর্ণাটক হাত ছাড়া হওয়াই দক্ষিণ ভারতে আর কোন রাজ্যের কতৃত্ব বিজেপির হাতে থাকছে না। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, কর্ণাটকের এই ভোট রেজাল্ট আগামী লোকসভা নির্বাচনের আগে চাপে ফেলে দিল বিজেপিকে।
২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা গেরুয়া শিবিরে
রবিবার,১৪/০৫/২০২৩
404

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: