কুস্তিগিরদের সম্পর্কে বেফাঁস মন্তব্য, অপমানজনক কথা বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ বলেছেন, কুস্তিগিররা নাকি ‘ফ্রড’। কুস্তিগিরদের ‘দেশবিরোধী’ বলেও কটাক্ষ করেন মেদিনীপুরের সাংসদ। সারা দেশ এখন কুস্তিগিরদের পাশে। সমাজের সব স্তর থেকে প্রতিবাদ হচ্ছে। বিভিন্ন মহল পাশে দাঁড়াচ্ছে কুস্তিগিরদের। দেশকে পদক এনে দিয়েছেন কুস্তিগিররা। বিশ্বমঞ্চে দেশকে সম্মানিত করেছেন।প্রতিবাদী কুস্তিগিররা নাকি ‘দেশবিরোধী’। প্রতিবাদের নামে মোদির বিরোধিতা করছেন। মোদিকে নাকি বদনাম করার চেষ্টা করছেন। কুস্তিগিরদের সম্পর্কে অপমানজনক কথা দিলীপ ঘোষের মুখে। পরপর দু’দিন কুস্তিগিরদের আন্দোলনকে সমর্থন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামেন। গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী পথে নামেন। কলকাতা থেকে আন্দোলনের ঝাঁজ বাড়ান মমতা। মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী। ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতারের দাবি করেন তিনি। প্রতিবাদে মুখর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ‘কুস্তিগিরদের ওপর অত্যাচার করা হচ্ছে’। ‘পুলিশ দিয়ে মারধর করানো হচ্ছে’। ‘দিল্লিতে নন্দলাল সরকার চলছে’।
‘কেন তারা এখন চুপ করে আছে?’‘কুস্তিগিরদের ধমকানো, চমকানো হচ্ছে’। ‘ব্রিজভূষণের গ্রেফতার হওয়া উচিত’। ‘গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চলবে’। মিছিলে হেঁটেছেন শহরের রাজপথে। সেই মুখ্যমন্ত্রীকেও খোঁচা দিলীপের। বলেছেন, মমতা ওদের নেতা হতে চাইছেন। বুধবার হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করেন। বৃহস্পতিবার গোষ্ঠপালের মূর্তির পাদদেশে প্রতিবাদ অবস্থান করেন। কুস্তিগিরদের প্রতিবাদ ইস্যুতে সেখানে মুখর হন। আর তার পাল্টা জবাব দিতে গিয়ে অসম্মান করলেন আন্তর্জাতিক পদক জয়ী কুস্তিগিরদের।