পঞ্চায়েত নির্বাচন নিয়ে যে অশান্তির ছবি ফুটে উঠছে তা বিরোধী রাজনৈতিক দল বিজেপির নাটক। ওরা নাটক করতে ভালো পারে। নাটক করে অশান্তি সৃষ্টি করে, সেই ছবি তুলে কেন্দ্রীয় কমিটি ও আদালতের সামনে তুলে ধরার জন্য এইধরনের নাটক করে চলেছে। আমরা সচেস্ট সাবধান রয়েছি। সোমবার তমলুকে তৃণমূলের কার্যালয়ে সাংবাদিক বৈঠিক করে এমনই মন্তব্য প্রকাশ করেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি আরও বিলেন, যে সমস্ত বিরোধীরা মনোনয়ন জমা করছেন তাদের বাড়ির মা বোনেদের ভোট পাবে না। কারন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে উন্নয়ন বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে তাতে করে তৃণমূল জয়লাভ করবে। রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আমরাই দখল করবো।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাড়িতে বাড়িতে যে উন্নয়ন পরিষেবা পৌঁছে দিয়েছে তা আগামী ১০০ বছর তাকে কেউ হারাতে পারবে না। সেই কথা এখন কিভাবে পাল্টাবে।
বিজেপি নাটক করছে, আমরা সচেষ্ট ও সাবধান: কুণাল ঘোষ
সোমবার,১২/০৬/২০২৩
800